Saturday, November 4, 2023

"পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সভ্যতা, সংস্কৃতি এবং ধর্মে জন্ম আপনাদের..."

"পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সভ্যতা, সংস্কৃতি এবং ধর্মে জন্ম আপনাদের..."
রচনা :- অরিন্দম রায়।

গর্বের সঙ্গে প্রতিটি সনাতনী হিন্দুদের দাবী করবার সময় এসে গেছে :-
"পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সভ্যতা, সংস্কৃতি এবং ধর্মে" জন্ম তাহাদের......!!!
সনাতন হিন্দু ধর্ম এবং সভ্যতা যা ১৯৭ কোটি বছরের প্রাচীন।
হিন্দুদের সর্ব প্রাচীন ক্যালেন্ডারের নাম হলো "ব্রক্ষ ক্যালেন্ডার" বা "ব্রক্ষ সম্বৎ"। এই ব্রক্ষ ক্যালেন্ডার অনুযায়ী সনাতনী হিন্দুদের জন্য এখন 197 কোটি বছর চলছে।
Google অনুযায়ী, অত্যন্ত কিছু দুরূহ গাণিতিক সমস্যার সমাধানের মাধ্যমে,
একদম সঠিক তারিখ যা পাওয়া যায় :-
এখন,
সনাতনী হিন্দু জনগণের জন্য, "১৯৬ কোটি, ৮ লক্ষ, ৫৩ হাজার, ১২৩ বছরের আশ্বিন মাস চলছে।

আর এটা কি, প্রতিটি সনাতনী হিন্দুদের জানা আছে, তাদের  প্রধান ধর্মগ্রন্থ বেদ প্রথম কবে "শ্রুতির" থেকে লিখিত আকারে উৎপত্তি হয়েছিল...???

এর উত্তর হলো, প্রায় 1 বিলিয়ন বা 100 কোটি বছরের কিছু আগে। সঠিক করে বললে, বলতে হয়, ৯৬ কোটি ৮ লক্ষ ৫৩ হাজার ১২৩ বছর আগে।

আর ঠিক এই জন্যই,
1893 খ্রিস্টাব্দে শিকাগোর "দ্য ওয়ার্ল্ড রিলিজিয়ন্স পার্লামেন্টে" এর সভাতে ভাষণ দেবার সময়, আমেরিকার মাটিতে দাঁড়িয়ে স্বামী বিবেকানন্দ বলেছিলেন, "আমি সেই ধর্মের পক্ষ থেকে এখানে বক্তব্য রাখতে এসেছি, যে ধর্ম বিশ্বের সমস্ত মজহব্ এবং Religion এর "মাতৃ স্বরূপা"।
আমি সেই ভূখেন্ডর থেকে এসেছি যেখানে বিশ্বের "প্রথম সভ্যতা" জন্মগ্রহণ করেছিল"।
স্বামী বিবেকানন্দের ভাষায়, সমস্ত সনাতনী হিন্দুরা হলেন সেই সভ্যতার মানুষ, যখন সমস্ত পৃথিবী অজ্ঞানতার অতল অন্ধকারে ডুবে ছিল, তখন সনাতনী হিন্দুরাই সমস্ত পৃথিবীতে জ্ঞানের আলো প্রজ্জ্বলিত করে, তাদেরকে সুসভ্য করে তুলেছিলেন......!!

আজকের দিনের সনাতনী হিন্দুরা হলেন, বিশ্বের সবথেকে প্রাচীন, "সনাতন বৈদিক হিন্দু সভ্যতার" "ধরোহর" অথাৎ পরবর্তী বংশধর।
"বৈদিক আর্যাবর্ত" অথাৎ "ভারতবর্ষ" না থাকলে, বিশ্বের অনান্য দেশের বিভিন্ন জনগোষ্ঠী আরো যে কত হাজার বছর পরে সভ্যতার দীপশিখাকে প্রজ্জ্বলিত করতে পারতো, তা সবটুকুই তর্ক সাপেক্ষে বিষয়।

তাই,
স্বামী বিবেকানন্দ বলেছিলেন, "প্রত্যেক সনাতনী, গর্বের সঙ্গে বলুন, হ্যাঁ আমি হিন্দু"...।

🕉🕉🕉
🚩🚩🚩
জয় মা দূর্গা দুর্গতি নাশিনী...
হর হর মহাদেব।


No comments:

Post a Comment

সনাতন্ হিন্দু ধর্মে পবিত্র সংখ্যা ১০৮ এত মহাত্মপূর্ণ কেন...???

সনাতন্ বৈদিক হিন্দু ধর্মে, ১০৮ সংখ্যা টি অত্যন্ত পবিত্র সংখ্যা রূপে গণ্য করা হয়। কিন্তু কেন...??? কলমে :- অরিন্দম রায়। আমাদের যো...